স্বাস্থ্য ডেস্ক:
রৌমারী উপজেলার প্রতিটি গ্রামে ব্যাপক শিশু ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ৫ দিনে ৩৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগির সংখ্যা। প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, অভিভাবকরা ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের কোলে নিয়ে বারান্দায় বিছানা পেতে কিংবা চেয়ারে বসে শিশুদের স্যালাইন দিচ্ছেন। এছাড়া রোগী ও অভিভাবকদের অভিযোগ, স্যালাইসহ যাবতীয় ওষুধপত্র বাইরে থেকেই কিনতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মশিউল আলম বলেন, “ঋতু পরিবর্তনের ফলে শিশুদের ডায়রিয়ার প্রভাব দেখা দিয়েছে। এটা প্রতি বছরই হয়। ডায়রিয়া রোগীদের নির্দিষ্ট কোনো কক্ষ না থাকায় বারান্দায় বিছানা পেতে তাদের চিকিৎসা দেয়া হয়। আর ওষুধের সংকট কিছুটা রয়েছে তবে এ মাসেই ওই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। আশা করছি।
দৈনিক দেশজনতা/এন এইচ