১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

রায়ের কপি পেলেন না খালেদা জিয়ার আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি আজও (বৃহস্পতিবার) পেলেন না তার আইনজীবীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কারান্তরীণ খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, ‘কোর্টের পেশকার জানিয়েছেন মামলার রায়ের অর্ধেক কম্পেয়ার হয়েছে। বাকি অর্ধেক রবি-সোমবারের মধ্যে কম্পেয়ার করে দেয়া হবে।’

বিকেলে তিনি জানিয়েছিলেন, ‘সার্টিফায়েড কপি এখনও হাতে পাই নাই। কপি না নিয়া বাসায় যাইতাম না, কোর্টে বইসা আছি। লাগুক আরও ২/৩ ঘণ্টা।’ ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের পেশকার মোকাররম হোসেন বুধবার জানান, ৬৩২ পাতার রায় এতো কম সময়ে সার্টিফায়েড কপি সরবরাহ করা কষ্টকর। আমরা চেষ্টা করছি দ্রুত করতে। এর আগে গত সোমবার আদালতে ৩ হাজার ফলিও (যে কাগজে রায়ের নকল দেওয়া হয়) জমা দেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ