নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোথায় নিয়ে গেছেন দেশটাকে? মিথ্যা মামলায় দেশনেত্রীকে সাজা দিয়েছেন। তাকে মুক্তি দিন। তারেক রহমানসহ দলের অন্যদের মিথ্যা মামলা প্রত্যাহার করুন। দেশে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করুন, যাতে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে।’
মির্জা ফখরুল বলেন, ‘অত্যাচার, নির্যাতন-নিপীড়ন করে কেউ বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ক্ষমতার এই ইতিহাস থেকে শিক্ষা নিন।’ কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে সরকার নির্বাচনে যেতে চায়- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘তাদের বক্তব্য বিভ্রান্তমূলক। যদি এটা সত্যি হয়, তাহলে খালেদা জিয়াকে তাড়াতাড়ি কারাগার থেকে মুক্তির সুযোগ দিন।’
নীলনকশা বাস্তবায়নে খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের আগে দলের অনেক সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি ও খালেদা জিয়া আগামী নির্বাচনে যাতে অংশ নিতে না পারে, সেজন্যই সরকার এই নীলনকশা করেছে।’ তিনি বলেন, ‘সরকার বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। কোথাও কোনো স্পেস দিচ্ছে না। গতকাল বুধবারও আমরা তিন ঘণ্টা আগে কর্মসূচি শেষ করেছি। দয়া করে সবার প্রতি সমান আচরণ করুন। অন্যথায় এর ফলাফল ভালো হবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সারাদেশে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বলা হচ্ছে, নাশকার জন্য গ্রেফতার করা হচ্ছে। কিন্তু, আমাদের কর্মসূচি তো শান্তিপূর্ণ, এখানে নাশকতার প্রশ্নই আসে না। আসলে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই এটা করা হচ্ছে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।