২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

শ্রীলঙ্কাকে ১৯৪ রনের লক্ষ্য দিয়েছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০তে রানের পাহাড় গড়লো বাংলাদেশ। সৌম্য সরকার এবং মুশফিকুর রহিমের ফিফটিতে ১৯৩ রান করে টাইগাররা। টি-২০তে এটিই বাংলোদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস।
এরআগে টি-২০তে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিলো ১৯০। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে ৫ উইকেট হারিয়ে এ রান তুলেছিলো টাইগাররা। আর লঙ্কানদের বিপক্ষে ২০১৩ সালে করা ১৮১ রানই ছিলো সর্বোচ্চ।

উদ্বোধনী জুটিতেই ৪৯ রান জমা করে শুরুটা দারুণভাবে করেছিলেন সৌম্য ও জাকির হোসেন। চতুর্থ ওভারে ১০ রান করে জাকির ফিরে যাওয়ার পর সৌম্য জুটি গড়েন মুশফিকের সঙ্গে। এই জুটি থেকে আসে ৫১ রান। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ-মুশফিকের ৭৩ রানের জুটিতে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১৯৩ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত ছিলেন মুশফিক। মাহমুদউল্লাহ খেলেছেন ৪৩ রানের অধিনায়কোচিত ইনিংস। আর সৌম্যর ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫১ রানের ঝড়ো অর্ধশতকভ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে সময়টা এমনিতেই ভালো কাটছে না বাংলাদেশের। এর মধ্যেই আবার ইনজুরির কারণে বেশ টালমাটাল অবস্থা বাংলাদেশ শিবিরে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাই ঝুঁকেছে তরুণদের দিকে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে চার তরুণ ক্রিকেটারের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ভালো নৈপুণ্য দেখিয়ে দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হোসেন ও আরিফুল হক। ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে ইনজুরি শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। দলে ফিরেছেন সৌম্য সরকার।

বাংলাদেশ দল : জাকির হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৭:২৪ অপরাহ্ণ