বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমা ‘অরু আধার লাভ’-এর নির্মাতার বিরুদ্ধে মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মামলা করেছে একদল মুসলিম তরুণ।
অভিযোগে বলা হয়েছে, চলচ্চিত্রটির মানিকইয়া মালারায়া পুভি গানটির মাধ্যমে তিনি ইসলামের অবমাননা করেছেন।
পুলিশ জানিয়েছে, ২৯৫-এ অনুচ্ছেদ অনুসারে একটি এজাহার গ্রহণ করা হয়েছে।-খবর দ্য নিউজ মিনিট।
তবে বিতর্কের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি বলেন, এটি জনপ্রিয় মাপ্পিলা লোকসংগীত। কেরালার মালাবারে আরবি শব্দ মিশ্রিত এমন লোকসংগীতের প্রচলন রয়েছে।
তিনি বলেন, বিবাহসহ স্থানীয় বিভিন্ন উৎসবে এই গানটি গাওয়া হয়।
সম্প্রতি গানটির ভিডিওর একটি অংশে অভিনেত্রী প্রিয়া প্রকাশের চোখের নাচনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঝড় তোলে। এর পর গানটি নিয়ে সমালোচনা শুরু হয়।
অভিযোগকারীদের মধ্যে একজন মুহাম্মদ খলিল বলেন, ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হওয়ার পর বিভিন্ন জনে গানটির কথা নিয়ে আপত্তি তুলেছেন। গানে নবীজির নাম রয়েছে। এটি থেকে নবীজির নাম বাদ দেয়া উচিত।