১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

নতুন সিনেমায়, নতুন রূপে দেখা যাবে শাকিব ও বুবলিকে

বিনোদন ডেস্ক:

অপু বিশ্বাসের সঙ্গে জুটি ভাঙ্গার পর শবনম বুবলিকে নিয়ে বারবার পর্দায় আসছেন শাকিব খান। চারটি সিনেমা মুক্তি পেয়েছে। নির্মাণাধীন রয়েছে আরো কয়েকটি। তেমনই একটি সিনেমার প্রথম পোস্টারে দুই তারকা এলেন মুখ ঢেকে।

সিনেমাটির নাম ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। বুধবার রাতে অনলাইনে প্রকাশ হওয়া পোস্টারে নতুন রূপে দেখা যায় শাকিব ও বুবলিকে।

পোস্টারে ওড়নায় ঢাকা দুই তারকার মুখের কিছু অংশ। শাকিব পেছন থেকে জড়িয়ে ধরেছেন বুবলিকে। ভালোবাসা দিবসের সঙ্গে একদম মানানসই উপহার। পোস্টারটি ডিজাইন করেছেন কলকাতার অভি মিত্র।

‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’র শুটিং হয়েছে ঢাকা ও আশপাশের লোকেশনে। আর গানের দৃশ্যায়ন হয়েছে থাইল্যান্ডে। সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

এদিকে একই পরিচালকের সিনেমা ‘আমি নেতা হবো’ মুক্তি পাবে শুক্রবার। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

সিনেমা দুটি প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। একই প্রতিষ্ঠানের ব্যানারে আরো কয়েকটি সিনেমায় শাকিবকে দেখা যেতে পারে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন শাকিব ও বুবলি। সেখানে তারা আশিকুর রহমানের পরিচালনায় ‘সুপার হিরো’ সিনেমার দৃশ্যায়নে অংশ নিচ্ছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ