১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

ভালোবাসা দিবসে কায়েস-পরীর একঝলক

বিনোদন ডেস্ক:

ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির একঝলক। গতকাল মঙ্গবার সন্ধ্যা ৬টায় এই ছোট টিজারটি প্রকাশ করা হয়। ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও পরী মণি। আগামী মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, “আমার ছবির নাম ‘আমার প্রেম আমার প্রিয়’। এই ছবি একেবারেই প্রেমের একটি ছবি। যা দর্শকদের ভালো লাগবে, গতকাল সন্ধ্যায় আমরা ইউটিউবে ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছি, আশা করি সবার ভালো লাগবে।’

শামীম আরো বলেন, ‘আগামী ৯ মার্চ ছবির মুক্তির জন্য প্রযোজক সমিতির কাছে নিবন্ধন করেছি। ইচ্ছে ছিল ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ছবিটি মুক্তি দেবো, কিন্তু এই মাসে বেশ কিছু ছবি মুক্ত পাচ্ছে, যে কারণে আগামী মাসে মুক্তি দিচ্ছি।’ ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরী মণি, কায়েস আরজু ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৬:২২ অপরাহ্ণ