২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫২

বঙ্গবিডির ভালোবাসার গান ‘অল ডে লং’

বিনোদন ডেস্ক:

ভালোবাসা দিবস উপলক্ষে দেশের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বঙ্গবিডির নিজস্ব প্রযোজনায় বঙ্গ অরিজিনালস থেকে প্রকাশ পাচ্ছে সংগীত শিল্পী শিহাব জামানের নতুন গানের রোমান্টিক ভিডিও ‘অল ডে লং’। এই গানের ভিডিওটি বঙ্গবিডির নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

গানটির আকর্ষনীয় ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় ইউটিউবার জাকি আহমাদ। তার সঙ্গে গানটিতে মডেল হয়েছেন নবাগতা মডেল মিম তানজিনা। কিছুদিন আগে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি, ৩০০ ফুটের বিভিন্ন জায়গায় রোমান্টিক গানের ভিডিওটির শুটিং ধারণ করা হয় । ভিডিওটি নির্মাণ করেছেন জাহিদ ইকরাম নিষাদ, ডিওপি হিসেবে ছিলেন অমিতাব আহমেদ রানা। মিউজিক করেছেন কামি কাজী, ভিডিও এডিটিংয়ে ছিলেন রুদ্র তাহসিন।

বঙ্গবিডি চ্যানেলটি দেশে ও দেশের বাইরের একটি বৃহত্তর ভিডিও প্ল্যাটফর্ম। বঙ্গবিডির নিজস্ব প্রযোজনায় বঙ্গ অরিজিনালস থেকে প্রথমবারের মতো ইউটিউবের জন্য নির্মিত হলো ‘অল ডে লং’ রোমান্টিক গান। বঙ্গ অরিজিনালসের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় ইউটিউবার আসিফ বিন আজাদ। মিউজিক ভিডিওটি বঙ্গবিডির নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এখন থেকে বঙ্গবিডি নিয়মিত মানসম্মত ও দর্শকের চাহিদার কথা মাথায় রেখে ভিডিও কন্টেন্ট নির্মাণ হবে বলে জানিয়েছে চ্যানেলটির কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় রোমান্টিক প্রেমের গল্পনির্ভর এ গান প্রকাশ করা হচ্ছে।

‘অল ডে লং’ গান প্রসঙ্গে আসিফ বিন আজাদ বলেন, ‘বঙ্গবিডি একটি বৃহত্তর ভিডিও প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি নতুন একটি কমিউনিটি তৈরির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে এখন নতুন যারা ভালো কাজ করতে চাইছেন, তাদের সুযোগ তৈরি করে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুনরা ভালো কন্টেন্ট তৈরি করার সুযোগ-সুবিধা পাবেন। আশাকরি, গানটি সবার ভালো লাগবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৫:০৫ অপরাহ্ণ