বিনোদন ডেস্ক:
প্রকাশ পেল ‘লাভরাত্রি’-র প্রথম পোস্টার। নয়া পোস্টারে আয়ুষ শর্মার সঙ্গে দেখা যাচ্ছে ওয়ারিনা হুসেনকে। ‘লাভরাত্রি’-র নয়া ওই পোস্টার শেয়ার করেছেন সালমান খান নিজে। বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষের বলিউড ডেবিউ(অভিষেক) নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যস্ত ছিলেন সালমান। নায়িকাও খুঁজছিলেন। শেষে, মধ্য প্রাচ্যের কন্যা ওয়ারিনা হুসেনকেই আয়ুষের জন্য পছন্দ করেন সালমান।
এদিকে মধ্য প্রাচ্যের মডেল কন্যা ওয়ারিনাকে ‘লাভরাত্রি’-র জন্য পছন্দ করার পরই এ বিষয়ে টুইট করেন সালমান খান। সালমানের টুইট দেখেই শুরু হয় জোর জল্পনা। বলিউডের অন্যতম এলিজেবল ব্যাচেলর কি এবার বিয়ের পিঁড়িতে বসছেন, তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। সালমানের টুইটের পর থেকে তার ভক্তদের পাশাপাশি তারকারাও রিটুইট করতে শুরু করেন। অবশেষে বিষয়টি খোলসা করেন সালমান নিজে।
দৈনিকদেশজনতা/ আই সি