১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

ভালোবাসতে বিশেষ কোনো দিন লাগে না : মিশু সাব্বির

বিনোদন ডেস্ক:

‘আমি তো মনে করি, ভালোবাসার মানুষকে ভালোবাসা যায় প্রতিদিন। ভালোবাসতে বিশেষ কোনো দিন লাগে না।’ বিশ্ব ভালোবাসা দিবসে কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন মিশু সাব্বির। ভালোবাসার সম্পর্কে বিশ্বাস ও বন্ধুত্ব থাকতে হবে বলে জানান জনপ্রিয় এই অভিনেতা। তিনি বলেন, ‘একটা পরিচ্ছন্ন সম্পর্ক তখনই তৈরি হয়, যখন দুজনের মধ্যে বিশ্বাসের ভিত্তি মজবুত থাকে। দুজন দুজনার প্রতি যত্নবান হয়। এ ছাড়া সম্পর্কে সততা ভীষণ জরুরি।’

ভালোবাসা দিবসে স্মরণীয় কোনো ঘটনার কথা জানতে চাইলে মিশু সাব্বির বলেন, ‘আমার জীবনে স্মরণীয় ভালোবাসা দিবস নেই। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, কাউকে ভালোবাসলে ৩৬৫ দিনেই সমানভাবে ভালোবাসা যায়। তবে বিশ্ব ভালোবাসা দিবস দিনটিও গুরুত্বপূর্ণ।’ ২০১৩ সালে মিশু সাব্বির বিয়ে করেন। তাঁর স্ত্রী শাম্মা একজন ফার্মাসিস্ট। সংসার জীবনে বেশ সুখী এই অভিনেতা। বর্তমানে একক ও ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

মিশু সাব্বির অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘হাউসফুল’, ‘নাগরিক’, ‘সার্কেল’, ‘কালো আর ধলো বাইরে কেবল’ ও ‘ডায়েরি-৭১’ ইত্যাদি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৩:৪৭ অপরাহ্ণ