বিনোদন ডেস্ক:
পর্দা উঠল সম্পর্কের। এতদিন বন্ধুত্বের মোড়কে যে ভালবাসা রাখা ছিল, তা প্রকাশ্যে এল। ভালবাসা দিবসে দেবকে ভালবাসার কথা জানালেন রুক্মিনী মিত্র। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।
যদিও সরাসরি ভালবাসা জানিয়েছে বললে বলা ভুল হবে। বলা ভাল, নাক বেড় দিয়ে কান ধরলেন নায়িকা। ভালবাসার এই দিনে ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পোস্ট করেছেন ‘মিঠে আলো’ গানের ভিডিওটি। যেখানে দেবের সঙ্গে রোম্যান্স করতে দেখা গেছে নায়িকাকে। নিন্দুকেরা বলছেন, দেবের সঙ্গে রোম্যান্সের গান কেন? অন্য কোনও ভালবাসার গানের ভিডিও তো পোস্ট করতে পারতেন তিনি। আসলে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন অভিনেত্রী। যদিও দেব-রুক্মিনীর সম্পর্ক টালিপাড়ার ওপেন সিক্রেট। শুধু সামনে আসার অপেক্ষায়।
প্রসঙ্গত দেব-রুক্মিনী দু’জনই ব্যস্ত তাদের আপকামিং ছবি ‘কবীর’-এর শুটিংয়ে।
দৈনিকদেশজনতা/ আই সি