১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

অসুস্থ দিলীপ কুমারকে দেখতে গেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক:

ডিসেম্বরে ৯৫ বছর পূর্ণ করেছেন। কিন্তু, কেমন আছেন দিলীপ কুমার? রক্তের সম্পর্ক নেই। তবুও শাহরুখ তাঁর ‘ছেলে’। যার অভিনয় থেকে অনুপ্রেরণা, সেই প্রিয় মানুষটি বহুদিন ধরেই অসুস্থ। তাই মাঝে মাঝেই তাঁর সান্নিধ্যে কিছু সময় কাটিয়ে আসা। তাঁর কুশল সংবাদ নেওয়া। সোমবার নিজের আইডল দিলীপ কুমারের সঙ্গে ফের দেখা করলেন শাহরুখ খান।
দিলীপ কুমারের টুইটার হ্যান্ডল থেকে অভিনেতার হয়ে মাঝে মাঝেই টুইট করেন ফয়জল ফারুকি। তিনি দিলীপ কুমারের পারিবারিক ঘনিষ্ঠ বন্ধু। সোমবার দিলীপ কুমারের সঙ্গে শাহরুখের সাক্ষাতের ছবিও শেয়ার করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ভাল আছেন দিলীপ কুমার। গত বছর আগস্ট মাসে প্রায় এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। ডিহাইড্রেশন এবং মূত্রনালিতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিছুটা শারীরিক উন্নতির পর ৯ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।
দৈনকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ২:৩৩ অপরাহ্ণ