১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

১৬ জনকে নিয়োগ দেবে দ্য ব্রিলিয়ান্ট কলেজ

৯ জন শিক্ষকসহ মোট ১৬ জনকে নিয়োগ দেবে দ্য ব্রিলিয়ান্ট কলেজ। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও সংখ্যা :

১) প্রভাষক পদে বাংলা-০১ জন, ইংরেজি-০১ জন, পদার্থ-০১ জন, কৃষি শিক্ষা-০১ জন, হিসাববিজ্ঞান-০১ জন, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-০১ জন

যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স

২) ৫ম শ্রেণি থেকে ১০ শ্রেনি পর্যন্ত ইংরেজি ভার্সনে পড়াতে সক্ষম-০৩ জন।

যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স

৩) হোস্টেল সুপার-০১ জন, রিসিপশনিষ্ট-০২ জন

যোগ্যতা : যেকোনো বিষয়ে ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স।

৪) অফিস পিয়ন-০২ জন, বাবুর্চি-০২ জন

যোগ্যতা : অফিস পিয়ন-এসএসসি এবং বাবুর্চি-অষ্টম শ্রেণি পাস।

আবেদনের নিয়ম : ১নং ও ২নং পদের জন্য আবেদনকারীকে অফেরতযোগ্য তিনশত টাকা, ৩ নং পদের জন্য ২০০ টাকা এবং ৪ নং পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট ‘দি ব্রিলিয়ান্ট কলেজ” বারাবর আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি (রঙ্গিন) ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৯:৫১ অপরাহ্ণ