১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

অন্তর্বাস না পরায় বেলি ড্যান্সার গ্রেফতার

বিনোদন ডেস্ক:

রাশিয়ান  মডেল ও নৃত্যশিল্পী ইকাতেরিনা আন্দ্রেভা বেলি ড্যান্সের জন্য বেশ জনপ্রিয়। জনপ্রিয় এই বেলি ড্যান্সার সম্প্রতি মিশরের একটি নাইটক্লাবে নাচতে আমন্ত্রণ পেয়েছিলেন। সেখানে তিনি নাচের তালে মাতিয়েছেন উপস্থিত দর্শকদের।
তবে নাচের সময় তিনি কোন অন্তর্বাস পরেন নি। আর তাতেই বিতর্কে জড়িয়ে পড়েন রাশিয়ান এই বেলি ড্যান্সার। শুধু তাই নয়, অন্তর্বাস না পরার অভিযোগে মিশর পুলিশ তাকে গ্রেফতারও করেছে! এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে শোবিজ দুনিয়ায়। ডেইলি মেইলের বরাতে জানা গেছে, উত্তর-পশ্চিম মিশরের গিজায় একটি নাইটক্লাবে নাচতে যান আন্দ্রেভা। তার পরনে ছিল লো-কাট ব্যাকলেস পোশাক, একদিক সম্পূর্ণ উন্মুক্ত। দর্শকদের বিনোদনের জন্য নিজেকে উজাড় করে নাচছিলেন তিনি। তবুও মিশরের আইন তাকে গ্রেফতারের মুখোমুখি করে দিলো। মিশরের প্রশাসনের অভিযোগ আবেদনময়ী এ তারকার নৃত্য ছিল যথেষ্ট উষ্ণ। তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে শর্ত অনুযায়ী তার বেলি ড্যান্স সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আ সি
প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ২:৪৮ অপরাহ্ণ