২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৮

বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত অবস্থান কর্মসূচি পালনের স্থান আবারো পরিবর্তন করা হয়েছে। এবার বিএনপির অবস্থান কর্মসূচি দলীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষে সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ মোবাইল ফোনে পাঠানো খুদে বার্তায় জানানো হয় এই কর্মসূচি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পালিত হবে।

মঙ্গলবার সকালে রিজভী জানিয়েছেন, ডিএমপি কমিশনার তাদের আজকের কর্মসূচি পল্টনে দলীয় কার্যালয়ের সামনে করতে বলেছেন।

সে মোতাবেক আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে।

খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ অবস্থান এবং আগামী বুধবার অনশন কর্মসূচি পালন করবেন দলের নেতাকর্মীরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ