১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪২

অক্সফ্যামের উপ-প্রধান পদত্যাগ করলেন যৌন কেলেঙ্কারির দায়ে

আন্তর্জাতিক ডেস্ক:

যৌন কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করলেন যুক্তরাজ্যভিত্তিক সাহায্য সংস্থা অক্সফ্যামের উপ-প্রধান। আফ্রিকার শাদ ও হাইতিতে দায়িত্ব পালনকালে অর্থের বিনিময়ে যৌনতার অভিযোগ উঠেছে সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে।

সোমবার এক বিবৃতিতে অক্সফ্যামের উপ-প্রধান পেনি লরেন্স জানান, আফ্রিকার ওই দুই দেশে তার কর্মীদের যৌনকর্মী ব্যবহারের ঘটনায় তিনি ‘লজ্জিত’।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিন ধরে আমরা দেখেছি, শাদ ও হাইতিতে কর্মীদের কিছু আচরণ নিয়ে অভিযোগ উঠেছে, যেক্ষেত্রে আমরা যথার্থ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছি।

লরেন্স আরো বলেন, এই ঘটনায় অক্সফ্যামের সমর্থক ও আমাদের বিশ্বাস করে- এমন অরক্ষিত লোকদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত।

গত সপ্তাহে অক্সফ্যামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, দাতব্য সংস্থাটির কর্মীরা শাদে যৌনকর্মী ব্যবহার করেছে। এর আগে ২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের সময় সেখানেও যৌনকর্মী ব্যবহারের অভিযোগ ওঠে অক্সফ্যামের কর্মীদের বিরুদ্ধে।

২০১১ সালে এ নিয়ে তদন্ত হয়। তদন্ত শেষে চারজনকে বহিস্কার ও তিনজনকে পদত্যাগের ‍সুযোগ দেয়া হয়। টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পদত্যাগকারীদের মধ্যে হাইতির কান্ট্রি ডিরেক্টর রোনাল্ড ভ্যান হাওয়েরমেইরেন ছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অক্সফ্যামের ভাড়া নেয়া ভবনে অর্থের বিনিময়ে যৌনতায় লিপ্ত হয়েছিলেন তিনি। তদন্তে এর সত্যতা বেরিয়ে আসে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ