বিনোদন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ১৭বারের মতো আয়োজন করছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। সোমবার বিকেলে শুরু হয়ে এ উৎসব চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ঢাকা-কলকাতার ধ্রুপদি ও সমসাময়িক মিলিয়ে ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। যার মধ্যে দুটি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর।
প্রথম সিনেমাটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান। এ সিনেমার মাধ্যমে সালমানের পর্দা অভিষেক হয়। বিপরীতে ছিলেন মৌসুমী। সিনেমাটি দেখা যাবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায়।
সালমান-শাবনূর অভিনীত ‘সুজন সখি’ পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। এটি খান আতাউর রহমানের ক্লাসিক সিনেমার রিমেক। প্রদর্শিত হবে ১৬ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টায়।
উৎসব চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। সোমবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’।
১৭ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে ২০১৭ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।
দৈনিক দেশজনতা/এন এইচ