১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

ভ্যালেন্টাইনস ডের উপহার ‘বাঁক’

বিনোদন ডেস্ক:

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মাহমুদ মাহিন নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাঁক’। এখানে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় দুই মুখ আফরান নিশো ও তানজিন তিশা। শনিবার ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটি।

মাহমুদ মাহিনের চিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনায় দুই তরুণ-তরুণীর প্রেম, বিচ্ছেদ এবং হৃদয়ছোঁয়া পরিণতি নিয়েই এ চলচ্চিত্রের গল্প। ঢাকা ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে চলচ্চিত্রটির দৃশ্য।

চলচ্চিত্রটি সম্পর্কে মাহিন বলেন, রোমান্টিক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। আশা করছি ভ্যালেন্টাইনস ডেতে দর্শকদের জন্য দারুণ উপহার হবে ছবিটি। ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এই সিনেমায় রয়েছে তিনটি গান। অম্লানের সংগীতায়োজনে গানগুলোর কথা লিখেছেন প্রসেন ও রাহুল বাঞ্জা। ‘বাঁক’-এ নিশো ও তিশা ছাড়াও তিশার বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা লুৎফর রহমান জর্জকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ