নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাষাণটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে শতাধিক ঘর। এ ঘটনায় এক নারী দগ্ধ হয়েছেন এবং নিখোঁজ রয়েছে ৫ মাদ্রাসাছাত্র। রোববার রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সকাল পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাত ১২টার কিছুক্ষণ পর বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, দোকানপাট বন্ধ করে কর্মচারীরা বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, সকাল ৬টা ১০ মিনিটে আগুন নির্বাপনের কাজ শেষ হয়েছে। তবে মাদ্রাসাছাত্র নিখোঁজের বিষয়ে এ রকম কিছু ঘটেনি বলে তিনি জানান।
দৈনিকদেশজনতা/ আই সি