২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৩১

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ৭১ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রোববার যে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছিল এর ৭১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। রাশিয়ার মস্কো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সারাতভ এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। অভ্যন্তরীণ রুটের ওই ফ্লাইটটির গন্তব্য ছিল উরালের ওরস্ক শহর।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

রোববার বিকেলে মস্কোর দোমোদেদোভো বিমানবন্দর ত্যাগ করার দুই মিনিট পরই রাডার থেকে নিখোঁজ হয়ে যায় যাত্রীবাহী বিমানটি। পরে খবর পাওয়া যায়, এটি রাজধানী মস্কো থেকে ৫০ মাইল দূরের আরগুনোভো গ্রামে বিধ্বস্ত হয়েছে। রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটিতে ৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।

বিমানের ধ্বংসাববশেষ বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি। প্রত্যন্ত ওই অঞ্চলে এখনও উদ্ধার তৎপরতা চলছে। রাশিয়ার দুর্ঘটনা তদন্ত সংস্থার মুখপাত্র স্ভেতলানা পেট্রিনকো বলেছেন, গোটা এলাকায় তল্লাশি শেষ করতে আরও একদিন সময় লাগবে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একটি অনলাইন সংবাদমাধ্যমে বলা হয়েছে, উড়োজাহাজের পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিলেন।

এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের ঘোষণা দিয়েছেন।

এক বছরের বেশি সময় পর বিশ্বে এই প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী কোনো বিমান বিধ্বস্ত হলো। ২০১৭ সালে আকাশপথ ছিল সবচেয়ে নিরাপদ। ওই বছর কোনো যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১:০১ অপরাহ্ণ