১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

রাজনৈতিক অস্থিরতায় ‘ভালো থেকো’

বিনোদন ডেস্ক:

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত, এরই মধ্যে মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র ‘ভালো থেকো’। ঢাকার ১৭টি সিনেমা হল ও ঢাকার বাইরে ৬৮টি—মোট ৮৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার।

আরিফিন শুভ, আসিফ ইমরোজ ও তানহা তাসিনিয়া অভিনীত এই ছবি প্রযোজনা করেছে অভি কথাচিত্র। প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘আমরা দেশের ৮৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। যেহেতু এখন দেশে রাজনৈতিক অস্থিরতায় আছি, তাই একটু কম হলেই ছবিটি মুক্তি দিয়েছি। আমরা একটু ভয় পেয়েছিলাম এমন সময় ছবিটি মুক্তি নিয়ে। কিন্তু গতকাল দিনের বেলা দর্শক কম হলেও সন্ধ্যার শো থেকে ভালো দর্শক হলে আসছে। আশা করি, ছবিটি ভালো চলবে।’

ছবির পরিচালক জাকির হোসেন রাজু বলেন, “আমি ছবিটি নিয়ে শতভাগ আশাবাদী। আমি বিশ্বাস করি, এই ছবি যে দর্শক একবার দেখবেন, তাঁরা আবারও হলে যাবেন ছবিটি দেখার জন্য। এমনকি আমি বলতে চাই, অনেক দর্শক চার-পাঁচবার ছবিটি দেখবেন। এখন দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, তারপরও আমি সবাইকে বলব সবাই ‘ভালো থেকো’।”

ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে ছবিটি, টিকেট চেকার আবদুল মতিন বলেন, ‘গতকাল সারা দিন হলে কোনো দর্শক ছিল না, তবে রাতের শো দুটিতে ভালো দর্শক হয়েছে। আমি নিজে ছবিটা দেখেছি, এমন ছবি ভালো ব্যবসা করার কথা।’ ‘ভালো থেকো’ ছবিতে আরিফিন শুভ, তানহা তাসনিয়া ছাড়া আরো অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, আসিফ ইমরোজ, রেবেকা, জ্যাকি আলমগীর প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ৯:৪৮ পূর্বাহ্ণ