১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

ভালোবাসা দিবসে অপূর্বের ‘লাভ বার্ড’

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও মডেল-অভিনেত্রী রানী আহাদ জুটি বেঁধে অভিনয় করেছেন ভালবাসা দিবসের একটি নাটকে। ‘লাভ বার্ড’ শিরনামের রোমান্টিক গল্পের এই নাটকে আরো অভিনয় করেছেন মৌসুমি হামিদ। নাটকটিকে অপূর্ব একটি করপোরেট হাউসের মালিক। তার স্ত্রী অভিনেত্রী রানী আহাদ। অপূর্বের অফিসে নতুন চাকরি নেয় জনি। কিন্তু জনির বস অপূর্ব তাকে সব সময় প্যারায় রাখে। আর সে তার বস অপূর্বকে অশান্তিতে রাখার জন্য তার স্ত্রী রানী আহাদকে ‘লাভ বার্ড’ গিফট করে।
একপর্যায়ে রানী আহাদ দুর্বল হয়ে যায় জনির প্রতি। এরই মধ্যে ঘটে নানা ঘটনা। এমনই একটি গল্পে ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লাভ বার্ড’। সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। ভালোবাসা দিবস উপলক্ষে এই নাটকটি ১৪ ফেব্রুয়ারি রাত ৯টায় এটিএন বাংলায় প্রচারিত হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ২:০৪ অপরাহ্ণ