১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

তারবিহীন নতুন গেমিং হেডফোন

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

তারবিহীন নতুন একটি গেমিং হেডফোন আনলো চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান রাপু। হেডফোনটির মডেল রাপু ভিপিআরও ভিএইচ১৫০। সাশ্রয়ী দামের এই গেমিং হেডফোনটি এলইডি ব্যাকলাইট সমৃদ্ধ। এটি দীর্ঘক্ষণ চালানো সম্ভব।

তারবিহীন এই হেডফোনটিতে ব্ল এলইডি ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে। এতে প্রফেশনাল সাউন্ড মোড এবং ভালো গেমিং অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। সারা পৃথিবীতে গেমিং হেডফোন ও স্পিকার তৈরি করে সুনাম কুড়িয়েছে রাপু। এসব হেডফোন যেমন টেকসই তেমনি উন্নত সাউন্ড কোয়ালিটি সমৃদ্ধ। বাংলাদেশে রাপুর হেডফোন ও স্পিকার বিক্রি ও বাজারজাত করে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ