২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৯

প্রশ্ন ফাঁসের আসল তথ্য দিল ডিবি

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি পরীক্ষার আগের দিন রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেসব গ্রুপে প্রশ্ন ফাঁস হয়, সেগুলো ভুয়া প্রশ্ন। আসল প্রশ্ন ফাঁস হয় পরীক্ষা শুরুর আধা ঘণ্টা থেকে ৪০ মিনিট আগে। রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আটকরা মেসেঞ্জার, হোয়াটসআপ, ইমোসহ বিভিন্ন অ্যাপসে বিষয়ভিত্তিকভাবে আলাদা আলাদ বেশ কয়েকটি গ্রুপ খুলে। সেখানে অনেক এসএসসি স্টুডেন্ট যুক্ত করে ফেক প্রশ্নের অসংখ্য সেট ছেড়ে দেয়।’

আব্দুল বাতেন বলেন, ‘পরীক্ষার দিন সকালে যখন পরীক্ষার প্রশ্নপত্র জেলা প্রশাসকের কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হয়, তার আগে আসল প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, তখন প্রশ্নপত্র বান্ডিল করা অবস্থায় থাকে। কেন্দ্রে যাওয়ার পর বান্ডিল খুলে তা রুমে রুমে পাঠানো হয়। সে সময় মানে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা থেকে ৪০ মিনিট আগে আসল প্রশ্নের সেটগুলো ফাঁস করা হয়।’

এরআগে শনিবার রাজধানী ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৪ সদস্যকে আটক করে ডিবি পুলিশ। আটকরা হলেন- মো. রাহাত ইসলাম, মো. সালাহউদ্দিন, মো. সুজন, মো. জাহিদ হোসেন, সুফল রায় শাওন, মো. আল আমিন, মো. সাইদুল ইসলাম, মো. আবির ইসলাম নোমান, মো. আমান উল্লাহ, মো. বরকত উল্লাহ, আহসান উল্লাহ, মো. শাহাদাত হোসেন, ফাহিম ইসলাম ও তাহসিব রহমান। তাদের কাছ থেকে প্রশ্ন ফাঁসে ব্যবহৃত ল্যাপটপ, ২৩টি মোবাইল সেট ও নগদ ২ লাখ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ১:১৭ অপরাহ্ণ