১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

মেহজাবিনের বেস্ট ফ্রেন্ড

বিনোদন ডেস্ক:

শুভ আর ফারিয়ার পরিচয় হয় এক বন্ধুর জন্মদিনে। পরিচয় থেকে ধীরে ধীরে ভালো বন্ধুত্বে রূপ নেয় তাদের সম্পর্ক। এর মাঝেই ফারিয়ার জীবনে নতুন সম্পর্কের আগমন ঘটে। ফারিয়ার সম্পর্কের পর শুভ উপলব্ধি করে সে তাকে ভালোবেসে ফেলেছে।

এসব নিয়ে শুভ এবং ফারিয়া ও তার বয়ফ্রেন্ড রাকিবের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। বন্ধুত্ব আর ভালোবাসার টানাপড়েনের এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘বেস্ট ফ্রেন্ড’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জোভান ও মেহজাবিন। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় এতে শুভ চরিত্রে জোভান এবং ফারিয়া চরিত্রে মেহজাবিন অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘জোবানের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। এটা ভালোবাসা দিবসের নাটক হওয়ায় গল্পটি একেবারেই প্রেমনির্ভর।

এতে ভালোবাসার নানা উপকরণ দেখানো হয়েছে। এছাড়াও সম্পর্কের টানাপড়েনও দেখতে পাবেন দর্শক। আশা করি, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে।’ এতে দু’টি গানও রয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি ১৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ১১:৪৭ পূর্বাহ্ণ