১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

নতুন শো নিয়ে কপিল

বিনোদন ডেস্ক:

ফিরছেন, তিনি ফিরছেন। তিনি কপিল শর্মা। ২০১৭ সালে সুনীল গ্রোভারের সঙ্গে প্রকাশ্যে ঝামেলা। ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হয়ে যাওয়া সহ একাধিক খারাপ এপিসোড কাটিয়েছেন কপিল। ফের তিনি ফিরছেন টেলিভিশনে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। এবার একটি গেম শো হোস্ট করবেন কপিল। সদ্য প্রকাশিত হয়েছে তার প্রোমো। আর তারপরই তা সোশ্যাল মিডিয়ায় হিট।

প্রোমোতে দেখা যাচ্ছে এক অটোচালকের সঙ্গে বচসা করছেন কপিল। সনি টিভিতে সম্প্রচারিত হবে এই নতুন শো। চ্যানেল কর্তৃপক্ষ ওয়েব মাধ্যমে জানিয়েছেন, এবার এক নতুন কপিলকে দেখবেন দর্শক। ঘনিষ্ঠ মহলে কপিল জানিয়েছেন, এই নতুন শো তার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিঙ্কভিলার খবর অনুযায়ী সম্প্রতি এক সাক্ষাত্কারে কপিল বলেন, ‘দর্শক আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। দিনের পর দিন তাদের প্রেরণাতেই কাজ করার উত্সাহ পাই। আমাকে সুযোগ দেওয়ার জন্য সনিকে ধন্যবাদ।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ১০:৪২ পূর্বাহ্ণ