আমরা অনেকেই জানি, রান্না ছাড়াও পেঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে চুলের যত্নে। তাই বলে ত্বকের কালো দাগও দূর করবে পেঁয়াজ! জি ঠিকই শুনেছেন। পেঁয়াজ শুধু রান্না খাওয়া নয় আপনার চুলের যত্নের পাশাপাশি যত্ন নিবে আপনার ত্বকেরও। মেসতা, ব্রণ এমন কি কনুইয়ের কালো দাগও দূর করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজ।
বাটা পেঁয়াজের প্রলেপ ত্বকের শুষ্ক কোষকে প্রাণবন্ত করে এবং মরা কোষগুলো তুলে ফেলে।
ল্যাকটিক এসিড এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বলে দইয়ের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে লাগালে ভালো ফল পাওয়া যায়।
এটি ব্রণ, মেসতা এসবের হাত থেকেও ত্বককে বাঁচায়। কেবল মুখের ত্বকই নয়, কনুইয়ের কালচে ছোপ দূর করতেও কাজে লাগাতে পারেন এটির রস।
কনুইয়ের কালো দাগ দূর করতে:
এক মগ গরম পানিতে কয়েক টুকরো পেঁয়াজ ছেড়ে দিন। তার পর কনুই ভাঁজ করে তাতে ডুবিয়ে রাখুন। এভাবে কয়েক মিনিট রাখুন। প্রতিদিন নিয়মিত এটি করলে ধীরে ধীরে কালচে দাগ কমে আসবে।
মুখের তিল দূর করতে: পেঁয়াজ
প্রথমে একটি পেঁয়াজ ব্লেন্ড করে এর রস বের করে নিন। একটি তুলার বলে এই রস নিয়ে তিলের ওপর লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই উপাদানটি অনেক দ্রুত মুখের তিল দূর করতে সাহায্য করে। তবে পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়েও লাগাতে পারেন।
দৈনিক দেশজনতা/এন এইচ