১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

বরগুনায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক :

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. রুম্মন নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার বিকালে সদর উপজেলার বৈঠাকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো. রুম্মন বৈঠাকাটা গ্রামের কাঠ ব্যবসায়ী  হাবিবুর রহমানের ছেলে।

বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় তার ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে চলমান এসএসসি পরীক্ষার সকল বিষয়ের প্রশ্নপত্র পাওয়া গেছে।

এছাড়াও বিগত দিনে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রুম্মন।

এসপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৮:০৭ অপরাহ্ণ