১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে ইংল্যান্ড। জবাবে ১৪.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে প্রয়োজনীয় ১৩৮ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন কেন রিচার্ডসন। টুর্নামেন্টে অজিদের কাছে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হারল ইংলিশরা।

এদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই অজি বোলারদের তোপে পড়ে দিশেহারা ছিল ইংল্যান্ড। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারায় দলটি। টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। জেসন রয় ৮, অ্যালেক্স হেলস ৩, ডাভিড মালান ১০, জেমস ভিন্স ২১ রানের বেশি করতে পারেননি। তবে জস বাটলারের ৪৬ আর স্যাম বিলিংসের ২৯ রানে কোনো রকমে লড়াইয়ের পুঁজি ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার পক্ষে কেন রিচার্ডসন ৩টি ও বিলি স্ট্যানলেক ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি অজিদের। ৩ নম্বরে নামা ক্রিস লিনকে নিয়ে অন্য ওপেনার ডি’অর্কি শর্ট ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামলান। লিন ৩১ রান করেছেন মাত্র ১৯ বলে। ঝড়ো এ ইনিংসটি ছিল ২টি ছয় ও ৪টি চারে সাজানো। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের সাথে ৬৫ রানের জুটি গড়েন শর্ট। ২টি ছয় ও ৩টি চারে সাজিয়ে ২৬ বলে ৩৯ রান করেছেন ম্যাক্সওয়েল। সবশেষ অ্যারন ফিঞ্চকে নিয়ে ১৪.৩ ওভারে দলকে জয় এনে দেন শর্ট। মাত্র ৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন ফিঞ্চ, ছয় ও চার মেরেছেন দুইটি করে। অন্য প্রান্তে শর্ট অপরাজিত ৩৬ রানে। বল খেলেছেন ৩৩টি, ছয় ও চারের সংখ্যা যথাক্রমে ১ ও ৩। ইংল্যান্ডের হয়ে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ১৩৭/৭ (২০ ওভার) (মালান ১০, ভিন্স ২১, বাটলার ৪৬, বিলিংস ২৯; রিচার্ডসন ৩/৩৩, স্ট্যানলেক ২/২৮)।

অস্ট্রেলিয়া : ১৩৮/৩ (১৪.৩ ওভার) (শর্ট ৩৬*, লিন ৩১, ম্যাক্সওয়েল ৩৯, ফিঞ্চ ২০*; জর্ডান ২/২৬)।

ফলাফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : কেন রিচার্ডসন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৮:০০ অপরাহ্ণ