স্পোর্টস ডেস্ক:
দেশের তো বটেই, বর্তমান বিশ্বের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। দলের প্রয়োজনে বরাবরই রাখেন মুখ্য ভূমিকা। কখনো বল হাতে ত্রাতা হয়ে আসেন, আবার কখনো ব্যাটসম্যান হিসেবে। সেই ক্রিকেটারকে হুট করেই টেস্ট সিরিজে আগে হারিয়ে বসে বাংলাদেশ দল। আর তাতে বেশ বড়সড় ক্ষতিতে পড়ে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই তার অভাবটা হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। তাই মিরপুর টেস্টে বড় হারের পর সে আক্ষেপটাই ফুটে অধিনায়ক মাহমুদউল্লাহর মুখে।
গত বছরে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন সাকিব আল হাসান। বল হাতে এমনকি ব্যাট হাতেও। গত বছরেই খেলেছেন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসটি শুধু তার নয়, দেশেরও সর্বোচ্চ ইনিংস। শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষের জয়ে করেছিলেন সেঞ্চুরি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধের মূলনায়কই ছিলেন তিনি। তাই তার অভাবটা খুব ভালো করেই টের পেয়েছে বাংলাদেশ দল।
ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজ শেষ হলো। এবার ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পালা। ওই সিরিজের প্রথম ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি মিরপুরেই। আর ১৮ তারিখে শেষটি হবে সিলেটে।
দৈনিক দেশজনতা/এন এইচ