২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৭

সাকিবের অভাবটা হাড়েহাড়ে টের পেয়েছি : মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:

দেশের তো বটেই, বর্তমান বিশ্বের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। দলের প্রয়োজনে বরাবরই রাখেন মুখ্য ভূমিকা। কখনো বল হাতে ত্রাতা হয়ে আসেন, আবার কখনো ব্যাটসম্যান হিসেবে। সেই ক্রিকেটারকে হুট করেই টেস্ট সিরিজে আগে হারিয়ে বসে বাংলাদেশ দল। আর তাতে বেশ বড়সড় ক্ষতিতে পড়ে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই তার অভাবটা হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। তাই মিরপুর টেস্টে বড় হারের পর সে আক্ষেপটাই ফুটে অধিনায়ক মাহমুদউল্লাহর মুখে।

মিরপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার ২১৫ রানের বড় হার দেখেছে বাংলাদেশ। পাঁচ দিনের টেস্ট শেষ হয়ে যায় আড়াই দিনেই! দাপট দেখিয়েই ম্যাচ জেতে লঙ্কানরা। আর এ ম্যাচে প্রকটভাবেই ফুটে ওঠে সাকিবের অভাব। মাহমুদউল্লাহর ভাষায়, ‘খুব…ওর ব্যাটিং ও বোলিং মিস করেছি। আমরা সবাই জানি ওর সামর্থ্য। বিশেষ করে ওর বোলিং এই উইকেটে আরও ভয়ঙ্কর হতো। কারণ ওর নিয়ন্ত্রণ আরও ভালো। ও ব্যাটসম্যানদের আরও বেশি পড়তে পারে। খুব তাড়াতাড়ি ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে। আর সবাই জানে, ও বিশ্বমানের ব্যাটসম্যান। সেদিক দিয়ে ওকে অনেক মিস করেছি।’

গত বছরে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন সাকিব আল হাসান। বল হাতে এমনকি ব্যাট হাতেও। গত বছরেই খেলেছেন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসটি শুধু তার নয়, দেশেরও সর্বোচ্চ ইনিংস। শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষের জয়ে করেছিলেন সেঞ্চুরি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধের মূলনায়কই ছিলেন তিনি। তাই তার অভাবটা খুব ভালো করেই টের পেয়েছে বাংলাদেশ দল।

ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজ শেষ হলো। এবার ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পালা। ওই সিরিজের প্রথম ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি মিরপুরেই। আর ১৮ তারিখে শেষটি হবে সিলেটে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৭:৫৫ অপরাহ্ণ