আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় বিগত চার দিনে অন্তত ২২৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫৮ জনই শিশু। খবর: আলজাজিরা ও আল আরাবিয়্যা।
এদিকে, মার্কিন নেতৃত্বাধীন জোটের এ হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। জাতিসংঘের রাশিয়ান দূত ভসিলি নেবানজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠক এ হামলার কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, ‘আমরা এ যুদ্ধের অবসান চাই। আমরা তবে আমি নিশ্চিত নই যে, সন্ত্রাসীরা এই প্রস্তাবে একমত হবেন কি না?’
সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা বলছে, সিরীয় সরকারের হামলায় ২০১৫ সালের পর গত সপ্তাহেই সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুর সাক্ষী হলো পূর্ব ঘৌতা। ২০১৩ সালে এই অঞ্চলের দখল নেয় বিদ্রোহীরা।
দৈনিক দেশজনতা/এন এইচ