১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা

মো:গোলাম আযম সরকার (রংপুর):

বহুল আলোচিত ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় বেগম খালেদা জিয়ার কারাদন্ডের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে ঝটিকা বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বর স্টেশন এলাকায় রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামুর নেতৃত্বে ঝটিকা বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এতে রংপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা ছাত্রদরের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাজিব চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।
রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচীতেও বাধা দিচ্ছেন। দলের নেতা-কর্মীতো দূরের কথা সাধারণ লোকজনকেও রাস্তায় নামতে দিচ্ছে না। যড়যন্ত্র মুলক মিথ্যা মামলায় তাদের নেতাকর্মীদের বাসা-বাড়িতে তল্লাশীর নামে হয়রানী করছে। গত ৬ দিনে বিএনপি-জামায়াত শিবিরের ৬০ নেতা-কর্মীসহ মোট ৪৩৬ জনকে গ্রেপ্তার হয়েছে

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৬:০৪ অপরাহ্ণ