১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

খালেদা জিয়া ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না : সামসুজ্জামান সামু

মো: গোলাম আযম সরকার (রংপুর):

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির রংপুর মহানগর কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু এক বিবৃতিতে তিনি বলেন, বাংলার মাটিতে গনতন্ত্রের নেত্রী, গণমানুষের নেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির তৃণমুলের নেতাকর্মীরা তা হতে দিবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে ফাঁকা মাঠে গোল করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হুশিয়ারি দেন। তিনি আরও বলেন, দেশনেত্রী ও ৩ বারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এতিমের টাকা আতসাতে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর খবরে দেশ-বিদেশের গণমানুষ বিক্ষোভে ফেঁটে পড়েছে। বর্তমান জালিম সরকার বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে রির্জাভ চুরি, শেয়ার ও ব্যাংক কেলেংকারীর মাধ্যমে শত শত কোটি টাকা আতœসাত করেছেন। তাদের বিচার এই বাংলার মাটিতে আগে হওয়া দরকার। এসময় তিনি রংপুর জেলা ও মহানগরীসহ রংপুর বিভাগের আটককৃত বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সকল নেতৃবন্দের নি:শর্ত মুক্তি দাবি করে বলেন, পুলিশ দিয়ে গ্রেফতার করে নির্যাতন করে মামলা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। যতই আন্দোলন করেন বিএনপির নেতাকর্মীরা ততই আরো শক্তিশালি হবে। আরো উজ্জীবীত হবে। একই সঙ্গে তিনি বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাসা বাড়িতে তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৬:২২ অপরাহ্ণ