১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:২৩

লালপুরে সাবেক চেয়ারম্যান মিজান আটক

লালপুর(নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউপি’র সাবেক চেয়ারম্যান ও সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকৃত মিজানুর রহমান মিজান (৪৫) কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে গোধড়া গ্রামে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। নাশকতা সৃষ্টি উস্কে দেওয়া ঘটনায় তাকে আটক করা হয়েছে বলে জানা যায়।
লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি থেকে আ’লীগে যোগ দিলেও নাশকতা সৃষ্টির পরিকল্পনা থাকায় সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে আটক করে শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৬:০০ অপরাহ্ণ