২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০২

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে এবং ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলের বহরটি কক্সবাজার বিমানবন্দর থেকে পর্যটন এলাকার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রাওনা দেয়।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এই প্রতিনিধিদলের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া কথা রয়েছে। সেখানে মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বিকাল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, দুদিনের সফরে শুক্রবার বাংলাদেশে আসেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ২:৩৭ অপরাহ্ণ