১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

টেস্ট সিরিজে ব্যাটিংয়ে সেরা মুমিনুল, বোলিংয়ে তাইজুল

স্পোর্টস ডেস্ক:

আজ শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ হারলেও এই সিরিজে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন মুমিনুল হক। বোলিংয়ে উজ্জ্বল ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ৩১৪ রান করে সিরিজের সেরা ব্যাটসম্যান মুমিনুল হক। আজ ১২টি উইকেট নিয়ে সেরা বোলার তাইজুল ইসলাম।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। ওই ম্যাচে দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ১৭৬ ও ১০৫*। মুমিনুল হকই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি একই টেস্ট ম্যাচে দুইটি সেঞ্চুরি করেছেন। ঢাকা টেস্টে দুই ইনিংসে মুমিনুলের সংগ্রহ যথাক্রমে ০ ও ৩৩।

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা এক ইনিংস ব্যাট করেছিল। ওই ইনিংসে তারা নয়টি উইকেট হারিয়েছিল। তার মধ্যে তাইজুল ইসলাম নিয়েছিলেন চারটি উইকেট। ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন আটটি উইকেট।

টেস্ট সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যান

১. মুমিনুল হক (বাংলাদেশ)-৩১৪ রান

২. কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা)-২৭১ রান

৩. রোশেন সিলভা (শ্রীলঙ্কা)-২৩৫ রান

৪. ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা)-২২০ রান

৫. মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ)-১৩৪ রান

টেস্ট সিরিজে সেরা পাঁচ বোলার

১. তাইজুল ইসলাম (বাংলাদেশ)-১২টি উইকেট

২. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)-৯টি উইকেট

৩. আকিলা ধনঞ্জয়া-৮টি উইকেট

৪. সুরঙ্গা লাকমল-৬টি উইকেট

৫. মোস্তাফিজুর রহমান-৬টি উইকেট

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ২:৩১ অপরাহ্ণ