২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৫

নওয়াজ শরীফকে এনএবি সদর দপ্তরে তলব

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সমন পাঠিয়েছে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি)। শনিবার তাকে আজিজিয়া স্টিল মিলস এবং ফ্লাগশিপে বিনিয়োগের বিষয়ে তার সম্পূরক বিবৃতি রেকর্ড করার জন্য ডাকা হয়েছে। এ নিয়ে দেয়া বিবৃতি ইসলামাবাদে এনএবি কোর্টে দাখিল করা হবে।
এনএবি অনুযায়ী, রাওয়ালপিন্ডি এনএবি সদরদপ্তর থেকে নওয়াজ শরীফকে ওই সমন পাঠানো হয়েছে। এনইবির প্রধান এখন ইরফান মাঙ্গি। পানামা পেপার ফাঁস তদন্তে সুপ্রিমকোর্ট যে কমিটি করেছিল তার অন্যতম সদস্য তিনি। ইরফান মাঙ্গি চাইছেন নওয়াজ শরীফের যতসব প্রমাণ আছে তা সম্পূরক রেফারেন্সে সংগ্রহ করতে। তবে রাওয়ালপিন্ডির এনএবি অফিসে নওয়াজ শরীফের সশরীরে উপস্থিত হওয়ার সম্ভাবনা কম। এর কয়েক সপ্তাহ আগে লাহোর এনএবি আঞ্চলিক সদর দপ্তর থেকে তাকে একই রকম সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তা থেকে দূরত্ব বজায় রেখেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ২:২৮ অপরাহ্ণ