১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

গোয়ালঘর থেকে অস্ত্র-গুলি জব্দ, চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আনারুল ইসলাম নামে এক অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।এ সময় তার শোবারঘর ও গোয়ালঘর থেকে বিপুলসংখ্যক অস্ত্র-গুলি জব্দ করা হয়। উপজেলার আজমতপুর সীমান্তের হুদমা পাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে আনারুলকে আটক এবং এসব অস্ত্র-গুলি জব্দ করেন বিজিবি সদস্যরা।

জব্দ অস্ত্র-গুলির মধ্যে রয়েছে- ছয়টি বিদেশি পিস্তুল, চারটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি। আটক অস্ত্র চোরাকারবারি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের বাসিন্দা।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী শনিবার সকালে প্রেসব্রিফিং কালে জানান, গোপন সংবাদে রাত সাড়ে তিনটার দিকে আনারুল ইসলামের বাড়ির গোয়ালঘর ও শোবার রুমে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনারুল দীঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনার সঙ্গে সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ২:৪৭ অপরাহ্ণ