স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের দেওয়া ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেটটি হারিয়ে ফেলেছে লাল-সবুজের দল। বাংলাদেশের রান যখন ৭, জিতেন প্যাটেলের বলে কোরে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন সৌম্য সরকার। রানের খাতাই খুলতে পারেননি টাইগার ওপেনার।
এর আগে ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অধিনায়ক টম ল্যাথাম, নেইল ব্রুম ও রস টেলরের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭০ রান করে কিউইরা। আজ শুরুতেই লুক রনকিকে হারালেও অধিনায়ক টম ল্যাথাম ও নেইল ব্রুমের ব্যাটে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল নিউজিল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল কিউইদের রানটা ৩০০ পেরিয়ে যাবে। তবে রানের চাকাটা টেনে ধরেন বাংলাদেশের বোলাররা। টম ল্যাথাম ও নেইল ব্রুমকে ফেরান নাসির হোসেন। এরপর মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান মিলে নিউজিল্যান্ডের মিডল অর্ডারটা গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭০ রানেই কিউইদের বেঁধে ফেলে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্য্ন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৮ রান, ১০ ওভার।
তামিম ২২(২৭) ও সাব্বির ২৩(৩৫) রানে ক্রিজে আছেন।
দৈনিক দেশজনতা/এন আর