নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষায় উত্তীর্ণের হার ৯২ দশমিক ৯৮ শতাংশ জানানো হয়।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পরীক্ষায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৬৮৭টি কলেজের ২৩৬টি কেন্দ্রের মাধ্যমে মোট ২ লাখ ৪৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৩০ হাজার ৪৫০ জন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ৯২.৯৮ শতাংশ।
প্রকাশিত ফল SMS-এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh1Registration No লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
দৈনিক দেশজনতা/এন আর