১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

চাহালের সফলতার মূল কারিগর বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির মতে দক্ষিণ আফ্রিকায় চলতি একদিনের সিরিজে যজুবেন্দ্র চাহালের দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে কারিগর অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ এখন ভেট্টোরি। যে দলের অধিনায়ক কোহলি। আর দক্ষিণ আফ্রিকায় তিনটি একদিনের ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী চাহালের দলও আইপিএলে র‌য়্যাল চ্যালে়ঞ্জার্সে খেলেন।
সুইজারল্যান্ডে বরফের ক্রিকেট খেলতে গিয়েছেন ভেট্টোরি। সেখানে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘যজু সাহসী বোলার। না হলে আইপিএলের মতো ছোট ফর্ম্যাটেও চিন্নাস্বামীর মতো বোলারদের বধ্যভূমিতে ও আক্রমণাত্মক বোলিং করতে পারত না।’’ ভেত্তোরি আরও জানিয়েছেন, চাহালের এই আগ্রাসী মানসিকতা তৈরি হয়েছে বিরাট কোহলির নেতৃত্বে খেলার জন্য। তার বিশ্লেষণ, ‘‘বিরাট ওর মধ্যে তৈরি করেছে আগ্রাসী মানসিকতাটা।’’ কোহলি সম্পর্কেও বলেছেন বেঙ্গালুরু দলের কোচ। তিনি বলেন, ‘‘বিরাটের অধিনায়কত্বের গুরুত্বপূর্ণ দিক হল ও অধিনায়ক হলেও অন্যের কথা শুনতে চায়। সেটাকে গুরুত্ব দেয়।’’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১:২২ অপরাহ্ণ