২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:২৩

কেমন চলছে ‘ভালো থেকো’

বিনোদন ডেস্ক:

সারাদেশের নব্বইটির মতো সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’। কেমন যাচ্ছে সিনেমাটি?— এ নিয়ে পরিবর্তন ডটকমকে জানালেন প্রযোজক জাহিদ হাসান অভি। তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে শুক্রবার ঢাকা শহরে মানুষ খুব কম বের হয়েছিল। তাই সকালে দর্শক কম ছিল হলগুলোতে। তবে ঢাকার মধ্যে বিকেল ৩টার শোতে তা কাটিয়ে উঠেছে।’

অভি আরো বলেন, “ঢাকার বাইরে জেলা শহরের হল মালিকদের অনেকের সাথে কথা হয়েছে। তারা বলেছেন ‘ভালো থেকো’ হতাশ করেনি। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকের ভালো রেসপন্স পাচ্ছি ছবিটি নিয়ে।” ‘ভালো থেকো’র মূল তিনটি চরিত্রে আছেন আরিফিন শুভ, আসিফ ইমরোজ ও তানহা তাসনিয়া। এছাড়া অরুনা বিশ্বাস, কাজী হায়াত ও আমজাদ হোসেন’সহ অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে দ্য অভি কথাচিত্র।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১:১১ অপরাহ্ণ