১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

এবার জয়ার সঙ্গে পাওলি

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী জয়া আহসান কলকাতার ছবিতে বেশ ব্যস্ত সময় পার করছেন। হাতে এখন এখানকার একাধিক ছবির কাজ রয়েছে। নায়িকা জয়াকে নিয়ে নতুন খবর হলো আবারো তিনি কলকাতার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।
তবে এই খবরে আরো চমক হলো, জয়ার সঙ্গে এই সিনেমায় দেখা যাবে পাওলি দামকে। টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নির্মাণ করবেন এ ছবি। তাদের দু’জনের ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন জয়া। এই পরিচালক জুটির সব ছবিই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই জুটির নতুন ছবি ‘কণ্ঠ’। একজন ক্যানসার আক্রান্ত রোগীকে নিয়ে তৈরি হচ্ছে। ছবির মূল চরিত্রে পরিচালক শিবপ্রসাদই অভিনয় করছেন। আর তার চরিত্রের থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করছেন জয়া।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১:০৬ অপরাহ্ণ