১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

শাকিব-পরী মনির ভালোবাসা অনলাইনে

বিনোদন ডেস্ক:

ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খান আর অন্যতম আলোচিত নায়িকা পরী মনি। দুজনকে দেখা গেছে মাত্র দুই সিনেমায়। এর মধ্যে একটি প্রকাশ হয়েছে অনলাইনে। দুই তারকা জুটিবদ্ধ প্রথম সিনেমা হিসেবে ‘আরো ভালোবাসবো তোমায়’ ২০১৫ সালের আগস্টে মুক্তি পায়। পানকৌড়ি চলচ্চিত্রের ইউটিউব চ্যানেলে সিনেমাটি উন্মুক্ত হয়েছে শুক্রবার।

এ প্রসঙ্গে নির্মাতা এস এ হক অলিক বলেন, “আরো ভালোবাসবো তোমায়’ বাংলাদেশের বাংলা ছবি। এখনো যারা দেখতে পারেননি তাদেরকে অনুরোধ করছি দেখার জন্য। আর যারা ইতোমধ্যে দেখেছেন তারা আবারো দেখুন।” সিনেমাটির কাহিনি এমন— মোবাইলে কথা বলেই একজন সাধারণ মেয়ের প্রেমে পড়ে যান ঢাকাই সিনেমার সুপারস্টার। অবশেষে প্রেমের চরম পরীক্ষা দিয়ে বাস্তবে একে অপরের দেখা পান তারা।

বর্ষীয়ান অভিনেতা সোহেল রানাকে অভিভাবক করে মেয়েটির বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান নায়ক। কিন্তু সিনেমা জগতের মানুষদের সম্পর্কে খারাপ ধারণা থাকায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন মেয়েটির বাবা। শুরু হয় দুটি অবুঝ মনের ভালোবাসার দ্বন্দ্ব। ‘আরো ভালোবাসবো তোমায়’ ছাড়াও শাকিব-পরী অভিনয় করেছেন ‘ধূমকেতু’তে। সিনেমাটি পরিচালনা করেছেন শফিক হাসান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১২:৪৭ অপরাহ্ণ