১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

বিয়ের গুঞ্জন উড়ালেন রণবীর

বিনোদন ডেস্ক :

বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। চার বছরেরও বেশি সময় ধরে এ জুটির প্রেমের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। এ ছাড়া প্রায়ই শোনা যায় তাদের বিয়ে ও বাগদানের খবর। যদিও শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়। এ বছরের শুরুতেও শোনা যায়, বাগদান সেরেছেন রণবীর-দীপিকা। শুধু তাই নয়, সম্প্রতি চাউর হয়েছে তাদের বিয়ের গুঞ্জন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক মিডিয়া জানিয়েছে, এ বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এ জুটি। আর তাদের বিয়ে হবে ভারতের বাইরের কোনো দেশের সমুদ্র সৈকতে। বিয়েতে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।
তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রণবীর সিং। দীপিকার সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে এ অভিনেতা বলেন, ‘সত্যিই, আমি বুঝতে পারি না কোথা থেকে এগুলো খবর আসে। কিন্তু হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি চিন্তা করি। আমি কাজ ও জীবনের অন্যান্য বিষয়ের মধ্যে ভারসাম্য তৈরি করতে চেষ্টা করি। সুতরাং এই মুহূর্তে আমি যেমন কাজের মধ্যে সময় কাটাই, এই বিষয়গুলো নিয়েও চিন্তা করি। কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।’
নিকট ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা রয়েছে কিনা প্রশ্ন করা হলে পদ্মাবত অভিনেতা বলেন, ‘বর্তমানে আমি কাজ নিয়ে কিছুটা ব্যস্ত রয়েছি। আমার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে একটির শুটিং করছি। আমি এখন গুল্লি বয় সিনেমা নিয়ে আছি। এরপর রয়েছে রোহিত শেঠির সিম্বা। এরপর ১৯৮৩ সালের ওয়ার্ল্ড কাপ নিয়ে সিনেমা। এই মুহূর্তে আমি এই অসাধারণ সিনেমাগুলো নিয়েই বেশ উচ্ছ্বসিত।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১২:০৩ অপরাহ্ণ