বিনোদন ডেস্ক:
২৭ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুর৷এর আগে কুলি, অমর আকবর অ্যান্টনী মতো ব্লকবাস্টার সিনেমাতে এদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল৷শেষ এই দুই সুপাস্টার একসঙ্গে স্ক্রীন শেয়ার করেছিলেন ১৯৯১ সালে আজুবা ছবিতে ৷ এরপরে ফ্যামিলি, দিল্লী ৬ ছবিতে এই দুই অভিনেতা কাজ করলেও দুজনে একসঙ্গে স্ক্রীন শেয়ার তেমনভাবে করেননি৷ অবশেষে ২০১৮-তে সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে পরিচালক উমেশ শুক্লার হাত ধরে৷ ‘১০২ নট আউট’ সিনেমার মাধ্যমে এই হিট জুটি ফের বক্সঅফিস কাঁপাতে আসছে খুব শীঘ্রই৷
সম্প্রতি মুক্তি পেল ‘ ১০২ নট আউট’ সিনেমার টিজার৷ যদিও এই সিনেমাতে দুজনকে বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও এই দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু বাবা ও ছেলের৷ শুনে নিশ্চই তাজ্জব হচ্ছেন৷ কিন্তু এটাই সত্যি৷ ছবিতে ১০২ বছরের বৃদ্ধের ভূমিকায় অভিনয় করছেন বিগ বি এবং তার ছেলের চরিত্রে অভিনয় করছেন ঋষি কাপুর, যার বয়স ছবিতে ৭৫ বছর৷ টিজোরে এই দুই সুপাস্টারের লুক দেখলে কিন্তু চেনা দায় হয়ে যাবে৷ইতিমধ্যে ‘১০২ নট আউট’এর টিজারেই নজর কেড়েছে দর্শকদের৷
ঋষি কাপুর এখানে একজন ৭৫ বছর বয়সীর বৃদ্ধ হলেও কিন্তু শিশুসুলভ আচরণ করছে৷ ছেলে বাবার কড়া শাসনকে অগ্রাহ্য করায় অতিষ্ট বাবাও৷ যার জেরে বাবা অর্থাৎ অমিতাভ বচ্চন সিদ্ধান্ত নেন তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন৷ টিজারে অমিতাভ বলছেন, “আমি এমন একজন হতভাগ্য বাবা যে নিজের ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছি৷” টিজারেই বোঝা যাচ্ছে ছবিতে যেমন রয়েছে হাসির রসদ, তেমনি রয়েছে সম্পর্কের টানাপোড়েন, হাসি, কান্না৷ পরিচালক উমেশ শুক্লার এই ছবিটি বিখ্যাত গুজরাটি নাট্যলেখক সৌম্য যোশীর বিখ্যাত গল্প ‘১০২ নট আউট’ থেকেই অনুপ্রাণিত৷
দৈনিকদেশজনতা/ আই সি