১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

মাধুরীর ‘এক দো তিন’ গানে নাচবেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। গত বছর জুড়ওয়া-টু সিনেমায় দেখা গেছে তাকে। এতে ‘চলতি হ্যায় কেয়া ৯ সে ১২’ এবং ‘উঁচি হ্যায় বিল্ডিং’ গানের রিমেকে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে নেচে দর্শকের মন জয় করেছেন এ অভিনেত্রী। এবার মাধুরী দীক্ষিতের জনপ্রিয় একটি গানের রিমেকে দেখা যাবে জ্যাকলিনকে। ১৯৮৮ সালে মুক্তি পায় বলিউড সিনেমা ‘তেজাব’। এ সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘এক দো তিন’। মুক্তির পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে এটি। বিশেষ করে এ গানে মাধুরীর নাচ আজও দর্শকের মনে দোলা দেয়। এবার এই গানে নাচের পাশাপাশি রূপের দ্যুতি ছড়াবেন জ্যাকলিন। বাঘি-টু সিনেমায় দেখা যাবে গানটি।
মাধুরীর ‘এক দো তিন’ গানে কোরিওগ্রাফার ছিলেন সরজ খান। সহকারী ছিলেন আহমেদ খান। কোরিওগ্রাফার গণেশ আচার্য ছিলেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। জ্যাকলিনের গানেও থাকছেন মূল গানের সদস্যরা। বাঘি-টু সিনেমার পরিচালক আহমেদ খান। অন্যদিকে নতুন গানটির কোরিওগ্রাফার গণেশ আচার্য।
জ্যাকলিনের ‘এক দো তিন’ গানে নতুন টুইস্ট রাখতে চান আহম্মেদ খান। এর আগে এ অভিনেত্রীর ‘চিটিয়া কালাইয়া’, ‘লাট লাগ গায়ে’, জুম্মে কি রাত’ গানের দায়িত্বে ছিলেন তিনি। আহম্মেদ খান বলেন, ‘গানের শুটিং সেটে তিনজন কোরিওগ্রাফার থাকবেন। আমি গণেশ আচার্যকে বলেছি সরজজির গানের জনপ্রিয় স্টেপগুলো রাখতে। অন্যদিকে জ্যাকলিনের পোশাক তৈরির ক্ষেত্রে মনীশ মালহোত্রাকে বলেছি মাধুরীর গোলাপী পোশাকের বিষয়টি মাথায় রাখতে। আমি মূল গানের অনুভূতি রাখতে চাই যা আজও মানুষের মনে শিহরণ জাগায়। গানটিতে মাধুরীর জায়গায় জ্যাকলিন সম্পূর্ণ উপযুক্ত পছন্দ।’
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাঘি সিনেমার স্যিকুয়েল বাঘি-টু। এতে অভিনয় করছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। হিরোপান্তি, বাঘি সিনেমার সাফল্যের পর টাইগারের সঙ্গে এটি সাজিদ নাদিয়াদওয়ালার তৃতীয় সিনেমা। চলতি বছর ৩০ মার্চ বাঘি-টু মুক্তির কথা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ণ