১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

ইরফান সাজ্জাদ ও নিশার ‘চন্দ্রগ্রহণ’

বিনোদন ডেস্ক:

বিভিন্ন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পী নিশা ও ইরফান সাজ্জাদ। সম্প্রতি ‘চন্দ্রগ্রহণ’ নামে একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা। রাহাত মাহমুদ পরিচালিত নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। এ ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন তালহা খান, তূর্য প্রমুখ। নাটকটি আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

জহির করিমের রচনায় নাটকের গল্পে দেখা যাবে, আরিয়ান আর জয়ার সাত বছরের বিবাহিত জীবনে এখনো সন্তান আসেনি। কিন্তু এতে তাদের কোনো সমস্য ছিল না। একদিন তাদের পারিবারিক একটা অনুষ্ঠানে জয়ার পুরোনো বন্ধু সাইফের সঙ্গে দেখা হয়। তার পর থেকেই আরিয়ানের মনে সাইফ আর জয়াকে নিয়ে সন্দেহের দানা বাঁধতে থাকে। এই সন্দেহ বাড়তেই থাকে। একদিন জয়াকে না জানিয়েই আরিয়ান দেশ ত্যাগ করে। কিন্তু সে জানত না, তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। এভাবে কেটে যায় ২৬ বছর। শুরু হয় আরেক গল্প।

নাটকটিতে আরিয়ানের চরিত্রে ইন্তেখাব দিনার অভিনয় করেছেন। অন্যদিকে, সাইফ চরিত্রে ইরফান ও জয়া চরিত্রে অভিনয় করেছেন নিশা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১০:৪২ পূর্বাহ্ণ