বিনোদন ডেস্ক:
নুসরাত ইমরোজ তিশাকে হালে খুব বেশি নাটকে দেখা যায় না। তবে বিশেষ কোনো উপলক্ষ থাকলে দেখা মেলে এ তারকার। ভালোবাসা দিবসেও ব্যতিক্রম হচ্ছে না, ব্যতিক্রম হবে তার উপস্থাপনায়। ভালোবাসা দিবসে তাহসানের সঙ্গে ভালোবাসার একটি নাটকে দেখা যাবে তিশাকে। অন্য একটি নাটকে দেখা যাবে মারকুটে মেজাজে। নাটকটির নাম ‘কলি ২.০’। রচনা ও পরিচালনা করেছেন আবরার আতহার। ‘আনারকলি’ ছবির কলি রূপে আসছেন তিশা। এবারের চরিত্রটি বেশ রাফ অ্যান্ড টাফ। মারকুটে চরিত্রে আত্মপ্রকাশ করবে আনারকলি তথা কলি। সাথে থাকবে থ্রিলার ও রোমান্স।
এ প্রসঙ্গে তিশা জানান, ভালোবাসা দিবসের নাটকে সাধারণত রোমান্টিক গল্প থেকে নাটক নির্মিত হয়। তবে ‘কলি ২.০’ গতানুগতিক নাটক থেকে আলোদা। অনেকটা ফিল্মি স্টাইলে ও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
এদিকে নাটকের পাশাপাশি সিনেমায়ও বেশ ব্যস্ত তিশা। সম্প্রতি শেষ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। যৌথ প্রযোজনার ‘হলুদবনি’র কিছু অংশের শুটিং করেছেন ২০১৭ সালের মাঝামাঝিতে। হাতে আছে যৌথ প্রযোজনার আরেক সিনেমা ‘বালিঘর’। এটি পরিচালনা করছেন অরিন্দম শীল।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

