নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সায়েন্স ক্লবের আয়োজনে শুক্রবার থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘দ্বিতীয় বিজ্ঞান উৎসব-২০১৮’। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্বববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (জাবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির সোহাগ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন টেকসই উন্নয়ন প্রকল্পের (এসডিজি) সমন্বয়ক আবুল কালাম আজাদ। উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০টি দল পোস্টার প্রেজেন্টেশন, প্রোজেক্ট শোকেসিং এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এছাড়া কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ২০টি দল এবং স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ৩০টি দল কুইজ কন্টেস্ট, আইডিয়া কন্টেস্ট, প্রোজেক্ট প্রেজেন্টেশন এবং রোবটিক্স ওয়ার্কশপে অংশগ্রহণ করবে।
উৎসবের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান উৎসবের আহ্বায়ক তাযীম মো. নিয়ামত উল্লাহ্ আখন্দ, সংগঠনটির কোষাধ্যক্ষ মোস্তফা বিন বশির সায়েম, মিডিয়া সম্পাদক তারেক আজিজ শ্রাবন, প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম, মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর